Breaking News

আর স্ত্রীর সঙ্গে কাটান কিছু একান্ত সময়

 স্ত্রীর সাথে ঘুরতে যাওয়ার জন্য কখনো কারো অনুমতির অপেক্ষায় থাকবেন না।

সংসার জীবনের প্রায় ৫০ভাগ পুরুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয়।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে পরিবারের অন্যান্য সদস্য তা খুব বেশি পছন্দ করেন না।
আর যদি অনুমতি চাইতে যাওয়া হয় তবে সোজা না করে দেয়া হয়।
রাসূলের সুন্নাহ স্ত্রীর সাথে সময় কাটানো,
আপনার কর্মব্যস্ততার মাঝে স্ত্রী আপনার হালাল বিনোদন,আপনার সঙ্গী।
কেউ এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করলে সেটা তার সমস্যা,
আপনি এই বিষয়কে গুরুত্ব দিবেন না।

আর অনুমতির ব্যাপারে বলবো,
আপনি এডাল্ট-একজনকে বিয়ে করেছেন মানে তার দায়িত্ব আপনি নিয়েছেন।
আপনি বুঝদার,রোজগার করেন,নিজ হাত পা আছে।
আপনার কেন স্ত্রীর সাথে ঘুরতে গেলে অন্যের অনুমতি নিতে হবে?
যেটা করবেন সেটা হলো কোথাও যাবার আগে সেটা আস্তে করে জানিয়ে যাবেন
পরিবারের অন্যান্য সদস্যদের। এই জানানোর মধ্যে উদ্দেশ্য শুধু জানানোই হবে,
অনুমতি নেয়া নয়।
কর্তব্য হলো নিজ পরিবারের সাথে সময় কাটানো,
পরিবারের যতজন সদস্য আছে বাবা মা ভাই বোন সবার সাথে অবসর সময় কাটান।
আর স্ত্রীর সঙ্গে কাটান কিছু একান্ত সময়।
তিনি জীবনের অর্ধেক!


No comments